=====================
আত্মায়তার রঙ দেখি শুধু দুর্বলাঘাসে
কিংবা ছায়াঘিরা সবুজ দিগন্তে- অথচ
লাল নাীল সম্পর্ক নাকি স্রোতধারা রক্ত;
আধিকার তবে ভিন্ন- রঙ সেখানে আপন
কি আপর করে শুধু নিজস্ব মেরুকরণ-  
হায় আত্মায়তা, হায় সম্পর্ক, হায় বন্ধন;
শুধু স্বার্থের বসানো মুড়া, মুছে দিয়ে যায়
মায়া ছিটানো যত সব রঙের অন্ধ করা বন্ধন-
তবুও আফসোস আহাকার যেনো দলবাঁধা সাদা
মেঘের মুক্ত আকাশ চিরসবুজ এ আত্মায়তা।


০৫ অগ্রহায়ণ ১৪২৬, ১৯ নভেম্বর ১৯
-----------------------------------