========================
একটা আগুন দেখি অথচ আগুনে হাত দেয়নি!
তবে ইচ্ছাটা ছিল ভীষণ মনোহর উত্তাপ;
তবুও কোথাও জানি পুড়ে যাচ্ছিল- ক্ষণে ক্ষণে
পীট, বুক আর ছোট একটা শম্পানডাঙ্গার মন।
অথচ বিশাল আকাশে ধোঁয়া উড়ানোর
জায়গা থাকল না কারণটা কিছু অহংকার বুনান
ফসলি ক্ষেত- তাও আবার বানে ডুবে যায়;


হঠাৎ একদিন আগুনে হাত ছুঁইলাম এমনভাবে
পোড়ল, যেন ক্ষতঘাও দেখতে পাই না-
দেখলেই ক্ষীণ জীবনটা নিয়ে ভাবি এত কবর
অথচ আগুন জ্বালাতে বেশ আনন্দ লাগে
অতঃপর জ্বল আগুন জ্বল আমি শুধু স্পর্শ হবো


১৮ আষাঢ় ১৪২৬, ০২ জুলাই ২০
------------------------------