======================
কেনো জানি আজ শুধু চড়ুই, বাবুই
পাখিদের গান শুনতে পাই না,
লম্ব সারির মিছিল মিটিং তাও দেখি না!
খর কুটির বাসা বাঁধার স্বপ্ন কই?
হারাল কোথায় এতটুকু খোঁজে পাই না-
দিগন্ত ছুঁয়াতে শুধু শিমুল পলাশ ঝরায়।


কোন সে দূরে ধান শালিকের হাক-
সরিষা চাষে মৌমাছির ভন ভন ডাক;
কাক ভিজা বৃষ্টি বাদলে মেঘের কি বাঁক-
বাঁশ বাগানে কিংবা আম বাগানে
কোকিলের বাসা ঘর কোণে সাপ,
এতো সব চড়ুই বাবুই এর কান্ড দেখে
দোয়েল বলে কেনো? বাপ রে বাপ!


উড়ছে দেখো! লাল সবুজের পতাকা পত পত
গর্বিত বুকে, ভুলে যাই- স্বাধীনতার কথা শুনলে;
মনের খুশি আনন্দ পথে ঘাটে- ক্ষেত ভরা সোনালি
মাঠে- চড়ুই, বাবুই থাক তোরা থাক-
যায় যেমনে খর কুটি বুনে- বুনে।


১৮ ফাল্গুণ ১৪২৬, ০২ মার্চ ২০
----------------------------