==================
এক শ্রাবণে ভেজেছি অনেক আগে
কত ফাল্গুনের রঙ শুধু হারিয়ে-
বনে বনে তবুও গান গায় কোকিল
সেতো  শ্রাবণের শোক শুনাতে;


নৈঃশব্দে ঝরে যায় শিশির বিন্দু  
বোবা মনে, তালা মেরে বুক সিন্দু!  
খোলা জানালাটা রাখ কেনো বন্ধ-
চৈত্র তাও পুড়েছি- পুড়া নিয়ে গন্ধ;


এ ঘোর বর্ষায় শুধু আকাশে মেঘ
দেখি না- বজ্রপাত, মৃত্যুর যন্ত্রণা-
তাও বুঝেছি ফাল্গুন ভেবে সর্বনাশ
তবুও শ্রাবণকে ছুঁয়ে যাচ্ছি বার মাস।


০৬ শ্রাবণ ১৪২৬, ২১ জুলাই ২০
-----------------------------