======================
তোর বাবা অফিসের সময় চোর
আমার বাবা শস্য শ্যামল দেয় দৌড়!
তোর দাদা দৃশ্যপট অ ওই,
অদৃশ্য আমার দাদার হয়েছে যতো ক্ষয়;


গোপন সূত্রে খবর রাখে যে ওরা
প্রেমের সন্ধী জেনো পাগল পাড়া-
প্রণয়ের প্রকাশ্য নিলাখেলা বুঝে না
চোর, ডাকাত, সাধু- ওছা;


কখন হলো বৃন্দাবনে বাবার সর্বনাশ,
প্রতিময় দেখি শুধু দাদার আকাশ।


২৯ আষাঢ় ১৪২৬, ১৩ জুলাই ১৯
--------------------------------