সেখানেই দাঁড়িয়ে আছি
মাটির স্পর্শ অনুভব পাই না;
একদিন সামান্য স্পর্শ করেছি মাত্র
সেই যে দাঁড়িয়ে আছি তো আছিই!
দুমু্ঠো ঘাসের প্রেম বড় অসহায়-
সেখানে রোদ বৃষ্টি মেঘ কিছু নাই
শুধু ঘুমপারানি রাত আর রাত-
অথচ দাঁড়িয়ে থাকার কোন ক্লান্তি নাই
আমার পৃথিবী দাঁড়িয়ে আছে তো আছে
ঠিক তার পৃথিবীর কাছাকাছি!
এতটুকু দৌড়ানোর সময় বুঝি নেই
ঘাম ঝরানোর ইচ্ছাটাও নেই-
সুতরাং ফুলের ঘ্রাণ ফুরে যাচ্ছে তো যাচ্ছে!
অতঃপর বুঝি না দাঁড়িয়েই আছি?


২৫ভাদ্র ১৪২৮, ০৯ সেপ্টেম্বর ২১