========================
শ্বাস যেন বিশ্বাসে সবুজ ধানের শীষে দুলছে
আমের গুটি জল জল করছে আর করোনা
যেন সময়ের গুটি গুটি পায়ে আসছে তবুও
পুকুর জলশুকলো চোখ অথচ ভয় কে জয়!


হাটবাজার এমনকি দলবেঁধে হাঁটা,
বাধের সারিবাঁধা কলাগাছ শূন্য মুরুভূমি মাঠ ঘাঠ-
প্রভু একটা জৈষঠ্য মাসের রস নবান্ন দাও!
চাই না আর কোন ধ্বংস কিয়ামত।


পুকুরে জল থাক- ধানের শীষে
সোনালি ঘ্রাণ থাক- আমের মিঠাই রস থাক;
প্রভু ক্ষমা কর- যত পাপের উসর
এতটুকু পুণ্যে ধ্বংস নয় একটু হাসি দাও।


০৭/০৪/২০
------------