বাহারে বা হারাতে বসেনি মৃত্যুর
ভয়ে মনোবল! মরতে হবে একদিন;
জানি না কেমন কষ্টদায়ক মরণ!
দৃষ্টির আড়ালে ভয়ানক কিছু দৃশ্য-
তবুও শক্ত রাখি দেহ বল; বাহারে বা
হারাতে বসেনি মৃত্যুর ভয়ে মনোবল!


হায় রে হায় কিছু অসুখ ভার করেছে
ঘাড়ের উপর- কিছুতেই ছাড়ছে না
ভয়ে অশ্রুজল যায় গড়িয়ে
দৃষ্টি সজল স্মৃতির সোনালি অবক্ষয়
যায় ঘটিয়ে নতুন কিছু সৃষ্টির ভজন!
রাখতে স্মরণ- তবুও শক্ত রাখি দেহ বল।


০৪ কার্তিক ১৪২৬, ২০ অক্টোবর ২০
---------------------------------