=======================
দেহের অঘোষিত বন্ধু হলো হিংসা
আর পরম আত্মীয়তার বেগমানে
উঠান জুড়ে গোলাপ ফুটায়- ফুটায়
মাঝে মাঝে শিমুলও ঝরায়
এটাই তো আনন্দ মুখর, হিংসা
ধোঁয়াতোলসী হয়ে আবার পাপড়ি হাসায়;
এটাই নাকি হিংসাত্বের প্রেতত্মার লীলাখেলা
আফসোস, নৈঃশব্দ মাটি চিৎকার করে বলছে
দেহ এখনো চিনলো না পরম শত্রু- হিংসা;
গড় গড় ফর ফর করে পঁচে গেলো-
পোকা খেলো দেহ হিংসা আর কিছু ঘৃণা বাতাসে
ভাসমান- তুমি কি সেটা বুঝতে পাও হিংসা।


১৫ কার্তিক ১৪২৬, ৩১ অক্টোবর ১৯
---------------------------------