বাঁশ ঝারের পাশে থেকে
বাঁশ চিনো না-চিনবে কি করে
তুমি তো তল্লাবাঁশ-
আরবাঁশের খবর রাখ না।


বাঁশ পাতা ঝরে গেছে
কঞ্চির আঘাত জলের উপরে
মাছ ধরা জাল আটকে পরেছে-
হায় রে স্মৃতির জোয়ারে;


তবুও লম্বা মাথা তল্লাবাঁশ
ঘর ভাঙ্গা এই সর্বনাশ-
পরিচয়টা হবে নতুন করে
সেদিন শুরুটা হবে-
মাটির সাথে ঢাকা বাস।
০২-১০-১৭
########