পৃথিবীর ধ্বংসমুখ দেখতে পাচ্ছি
কথা কচ্ছে শুধু ক্রোধ নিশায়-
ক্ষমতা চোষায়-
সত্যই কি ধ্বংস হবে পৃথিবী!
বলো মৃত্যু কি শিক্ষায়;
মাটির রঙ বদলায় শুধু বদলায়।


আমি ত জানবো না কখন
পৃথিবী ধ্বংস হলো!
দেখছি মানুষী পারছে ধ্বংসের ঊধ্বে
প্রভুর বাণী- ঘাস, জল, নদী বহমান-
কেন বা- এ পৃথিবী অম্লান,
প্রভু তুমি কি ভাবে রিরাজমান-
মৃত্যু শুধায় না তার নাম
তবুও তুমি ধ্বংসময় সুখ।


০৪ জ্যৈষ্ঠ ১৪২৮, ১৮ মে ২১
------------------------------