পানির মগ আর ভিজা গলার খক
এক বাসে যাত্রা করা মানে একই কথা
দৃষ্টি বিরল চাওয়া আর বৃষ্টি ভিজা
মানে একই উঠানে ব্যথা- আহা কি ব্যথা।


বদনার ছিদ্র আর পেঁপের ছিদ্র লন
ঐখানে মানে একই আইলের
দক্ষিণা বা উত্তর পথ! আহা কি রথ!


কথায় গুঞ্জ মগ কথায় বা উল্টো জগ
দুয়ে মিলে দেখতে লাগে উড়া বক!
বুকের মাঝে সাগর আর চোখের নদী-
আহা কি ধূসর মাটির আদরে একই সমাধী।
২৬-০৯-১৭
=======