=====================
ঐখানে ধৈর্য চিনেনি রঙধনু মেঘ!
আমি তাই নীলিমায় হয়েছি বেগ;
কখনো ঝাঁঝাল পৃর্ণিমার সাথে
কর কি প্রেম? রোজ প্রণয়ে ভাসি,


তারার কাছে আসি আর চাঁদের
নিঠুরতায়, ধৈর্য হারায়-দীঘল মাঠ
এতো বেশ -এতো শেষ- তবুও
বৃদ্ধাঙ্গুলের নাশ এতটুকু ধৈর্য চিনেনি।


১৩ আষাঢ় ১৪২৬, ২৭ জুন ১৯
-----------------------------