ধন্য ক্ষণে ক্ষণে! জন্মেছি যে মায়ের কুলে
উঠান দ্বারে শিমুল পলাশ যায় ঝরে।
রক্ত জল যায় না কভু শুকে -শুকে-
আর্তনাদ বাহুবলে শুধু কাছে ডাকে!
নিরবে নির্জনে পদ্মা যমুনা আবহমানে
সে যে আমার মায়ের নয়নান্তরে
কে জানে কে জানে! অজ্ঞাহীন প্রভুরা কি ?
দুষ্টবাদর দলেরা কি আর বুঝে -বুঝে;
তবুও ধন্যকুলে কত না ফুল ফল ধরে-
সে তো তোমারী মা অম্লানে-অম্লানে
ধন্য মাগো তোমারী জন্যে।
১৪/০৫/১৭
=======