সেদিন আন্দোলন হলো- শ্লোগান হলো-
তাজা তাজা রক্ত ঝরল- নাম না জানা কত মানুষ শহীদ হলো!
তবুও সময়ের হিসাবে গড় মিল থেকেই গেলো-
যাক সব কথা পেয়েছি তো বাংলা ভাষা,
ধন্য সবে আমাদের বর্ণমালা;


বলো দেখি সুদ্ধী রূপে মানুষ হবো কবে?
সুচিন্তা নেই মাটির বুকে- যাচ্ছে পেঁকে শিশুবেলা
ধূলির গায়ে চক চক করে উঠে -আমার মায়ের বাংলা ভাষা-
রক্তাক্ত ২১ তুমি বার বার আসো বলে রক্তিম ফসল ভরে যায় মাঠ
দীর্ঘশ্বাসে বিনম্র স্যালুটা জানাই আর মায়ের ভাষার জন্য
বিনা কারণে রক্ত ঝরাছে তাদের কে জানাই ধিক্কার।


১৭ মাঘ ১৪২৬, ০২ ফেব্রুয়ারি ২১
------------------------------------