======================
ঐ যে, দেখো দেখি ধর্মগাছে কতটুকু রাখে
ইঁদুর মুখি ভাবনা- বাস্তবতার সাথে খায় লঙ্কার;
যতটুকু কলঙ্কের বিষুবরেখা নক্ষত্র উপর
বলো তাতে ধর্মের কি আসে যায় মাঠে-
না পরিলো পাদঙ্ক- অধর্মে চিহ্নটুকু বয় মুর্খ;


মাটির পরশে সব ঘাসফড়িং উড়ল পাশে-
চারপাশ অতঃপর করে যায় আহাকার
রঙ বে-রঙ তবুও তেমনী রয় ধর্ম গাছে;
আকাশ মাটি গন্ধসুবাস মুখর যদি না কাঁদে-
কি হবে এসব গাছগাছরার ওতপাতা ভাবে।
২৪-০৬-১৮
--------------