=========================
ভাব চাতক মাঝে মনে হয় সূর্যের তাপ মাত্রার
নতুনত্ব পাবে পাহাড় ধসের মতো দেহের মাংস
খসে যাবে আর চাঁদ হবে একাকি সঙ্গীর ইত্তেফাক!
ফুলের ঘ্রাণে শ্বাসগুলো হবে নাকি কৃত্রিম নিঃশ্বাস-
পৃথিবীর রঙ বিবর্তন হবে ঠিক বাসকসজ্জার মতো,
আর মানবতা হবে বাজ পাখিদের ডিম ও বাচ্চা।


আর ঘুমের ঘোরে স্বপ্ন নয়- স্বপ্ন ছুটবে সূর্যের সাথে
চাঁদ কে বলবে জোনাক, তোমার প্রয়োজন নেই চাঁদ
ঘুঘুও ডাকবে না হুতুমপেঁচাও থাকবে না এতটুকু
আকুতি মিনতি তোমাদের কাছে দু’হাতে মাটি ছুঁইও;
দেখো আমরা হবো জোনাকির রাত অথবা ক্লান্তি ক্ষণে
ফ্রীজের পানি অতঃপর দেখো ঢেউহীন একটা নদ।
১৫-১১-১৮
-------------