====================
বিদ্যুতের সর্টের ধর্ম বেশ বুঝতে পাই,
অনলের পোড়া দন্ধ দেখেছি তারও
ধর্ম আছে খুব গভীরে- ধ্বংসের অবলয়
এখনো ধর্মদেখি- শুধু মনের হিংসা বিদ্বেষ
অহংকারের ধর্ম বুঝা দায়; অথচ বৃক্ষলতা
পশুপাখি ধর্ম শিষ্টাচার দেখে প্রশান্তি পাই;
মাঝে মাঝে ভাব দৌড়ায়- খুব দৌড়ায়-
প্রশ্ন জাগে, কথায় করি বসবাস?


নর্দমায় নাকি জান্নাত সুরমায়; কি অদ্ভুত
কিছু সুশিখিত ভদ্র নম্র শিষ্টাচার মানুষের
কর্মাকণ্ড; তারাই নাকি এই শহর কিংবা
গ্রামে হেঁটেই যায় ;অথচ তাদের ধর্মনীলায়
দেখি হিংসা অহংকার,বিদ্বেষী মনভাব-
তারা দেখলো কি ঐ অনল, বিদ্যুৎ ,
পশুপাখি, বৃক্ষলতা? অতঃপর তাদের
ধর্ম দেখি কিন্তু শিষ্টাচার দেখি না।


০৬ আশ্বিন ১৪২৬, ২১ সেপ্টেম্বর ১৯
-----------------------------------