=======================
ঘুরন্ত পৃথিবীতে ঘুরছি- ঘুরছি- শুধুই ঘুরছি
আর রাতে শুধু চাঁদের পানে চেয়ে আছি-
চেয়ে আছি- মাঝে মাঝে তারাও গুণছি আর
গুণছি- কারণ এটা নাকি ভবিষ্যৎ বানী;


ভাবান্তর কতটুকু বিরল-আর কতটুকু বিরল-
দেখো লোম কার্তিক নাকি বৃষ্টিসম লম্বা-
হা- হা- হা- তবুও ঘুরছি- ঘুরছি; এবার শেষ


কানে ঘন্টার আওয়াজ- অতঃপর আর ঘুরছি না
সামনে এখন দুর্বলাঘাস দৃষ্টি করে চিরল চিরল।


২১ অগ্রহায়ণ ১৪২৬,০৫ ডিসেম্বর ১৯
-----------------------------------