=======================
অসময়ের অদৃশ্য আর বাস্তবতার পক্ষ
বড়ই কঠিন বিদ্বেষী সময়- নদীর জল আর
পুকুরের পানি একই সূত্রে গাঁথা থাকলও
প্রভুর কিন্তু প্রমান দিয়েছে এ ধরণির সৃষ্টিমোহ
কখনো ক্ষান্ত কখনো প্রশান্ত এক খই ভাজার
স্বাদ পাই; কি লাভ ? প্রভু তো বাস্তব কর্মের
মধ্যে ফুলের ফুলেল কিংবা ফল সুগন্ধীর সুবাস
অতঃপর এ অদৃশ্য নয় বাস্তবতার পথ দেখি
যেমনটা সকাল, দুপুর, সন্ধ্যা ঝিলিক দৃশ্যময়।


২৭ কার্তিক ১৪২৬, ১২ নভেম্বর ১৯
---------------------------------