=================
দূরের গাঁ রাখাল ছেলে ভাবছে
বসে সোনালী সবুজ মাঠের বুকে-
এক দিন আইল পাথার ছিল !
ভালবাসার কথাও ছিল মুখে;
ভীষণ খুঁজে ফিরে আইলপাথারে
আজও পায় না রাখাল কুঁড়েঘরে
ভাবছো প্রণয় আকাশে নীলে
সয়েছি বলো কেমন করে!
রাজকুমারী অট্টালিকার তরে-
আজ শেওলা পরা ঘাসের বুকে-
পরশপাথর রাখবে কেমন করে?
রাখাল ছেলে দুঃখ বেসে গড়ে।
০৭-১০-১৮
---------