===============
দিব্যালোয়ে আসা যাওয়া
হায় বর্ষা- হায় বর্ষা -
আষাঢ় ছোঁয়ে শ্রাবণ- কদম
ভাজে চালতা করে কেমন;


উজান ভাটির গায়ে উষ্ণশীতল
তাই না দেখে করো মনোরঞ্জন-
রশিকা নদী -ভাঙ্গে মাটির মন
ভজনপেটে মেঘমাল্লা কাদে নয়ন


কম বেশী বুঝে না -দিলে সহ না
রক্তক্ষরণ -পুষে রাখি দুঃখ যত্ন।
২৬-০৭-১৮
--------------