============================
বুনোবিড়ালের জ্ঞান আর বিবেক এক দাবানলের মাঠ
জীবন আর বাস্তবতা এক স্বার্থপরের আচল উড়া মেঘ;
বৃষ্টি অনাবৃষ্টি অন্ধকারে অনাসৃষ্টির এক মুর্খ পুষা মেষ-
গোলাপ কিংবা কৃষ্ণচূড়া ঝরে পরার এক অবোঝ দূষ্টি
কি পেলাম শুধু স্বার্থপরতার নির্দয় নীলয় ক্ষীণ পাটি!
একেমন বিচারণ বুনোবিড়াল মুখি জ্ঞান বিবেক অর্থের অনার্থ
সু-নামের মানবতা- চাল ছিটালেই উড়ে আসা কাক;
উড়ে এসে জুড়ে বসে জ্ঞান শূন্যতা হিংস্রবোধ
ঐভাবেই মৃত্তিকা চলছে চলবে নিরবতা- গুমড়ে পরা
আঁধার নামা টলমোল করা, এক বুনোহাঁস বিবেকের দৌড়।
১১-০৬-১৮
-----------