দূরদর্শী চোখের সীমানায় চঞ্চলকর
অদ্ভুত কিছু দৃশ্যপট! ভাবনার গহীনে
অদৃশ্য আফসোস ঘিরা বট; নীবর কষ্টতে
ছায়া পুড়ি- মলিনকরা পূর্ণিমা রাত অথচ
সুখেরা অম্লান কোন রাস্তার মোড় কিংবা


অহংকারের শহরতলি! মন হিংসার ঘাট;
তবুও মৃদূলকরা সোনালি রোদের জলক
আঁখি পল্লবে রাতপোহান স্বপ্ন ডাঙ্গার ঘর
অতঃপর দূরদর্শীর মেঠোপথে এক সুখের
ছবি করেছো প্রচ্ছদপট- অদৃশ্যেই ছায়া বট।


২০ পৌষ ১৪২৬, ০৪ জানুয়ারি ২১
--------------------------------------