===================
দুরন্তপনা মানে একটি আর্তনাদ
কিছু ক্ষতি ভাবনাময় দোসর রাত!
তবুও এতোটুকু বুঝল না দুরন্তপনা;
দীর্ঘশ্বাস যেনো চাঁদের উত্তাপ ঘাম
অথচ ওর কোন কিছুই মনে হয়নি-
কপাল বেয়ে রক্ত ঝরল,ভয়ে কম্পন


তারপরও শুনল তিন তিনটি সিলাই;
এই বুঝি জন্মের দাগ কাটা হলো- আর
স্মৃতিময় ইতি একটু হাসবে একটু বিস্ময়
নিশ্বাস ফেলবে- এভাবে অন্তদুর দুরন্তপনা!
তিন হাত যেনো পরস্পর অন্তপ্রণয় মিল-
চাঁদ হাসে তারার মিতালি এতো দুরন্তপনা।


১৯ ফাল্গুণ ১৪২৬, ০৩মার্চ ২০
---------------------------