ধূসর ইচ্ছার কোন বাপ মাও নাই,
তাই ইচ্ছা সাজাই অনেক কিছুই;
জলের সাথে ইচ্ছার গভীর সম্পর্ক
কেউ জানুক আর নাই বা জানুক-
পরশ কমল বয়ে যায় ইচ্ছার জল;


মন থাকুক আর নাই বা থাকুক-
বুকতে জলের খেলা, ঢেউ ভাঙে ইচ্ছা
অথচ ফুরায় না রঙের হাড়ির কিচ্ছা!
ওরা গল্প শুনাই,ফড়িংর নাচ দেখাই-
কখন মাটিতে ফেলি ইচ্ছার নোঙ্গর।


১৩বৈশাখ ১৪২৯, ২৬এপ্রিল ২২