======================
হায় ইশারা প্রেমপদ্ম ভাষা-বুঝতে হয়
নীরবে গোপনে আর গহন বিশ্বাসে !
তবেই ইশারা ফুটবে চোখের পূর্ব কোণে-
যদি পাও কিছু ভাষা ক্ষীণ অবশেষে!


ইশারা ইশারা চুলের ইশারা,ঠোঁটের ইশারা
দেহ মাটির ইশারা,ভুরুর নাশিকার ইশারা-
তবুও যদি ফুটে ভাষা -প্রেমপদ্ম পাতা
ধুলীর মাঝে দৃশ্য উড়ে বৃষ্টি মধ্যে ছাতা;


ভিজলো চোখের তারা সঙ্গগোপনে ইজারা
ইশারা নাই পলক শূন্য চারিধারে ফাঁকা;
এই অবল তাবল স্বপ্ন দুশচর ঐ বনোহাস-
যাচ্ছে ভেসে জলের কোণে এক ইশারার বাস।
২৯-০৫-১৮
--------------