====================
দেওয়ালের চারপাশ
ঈর্ষার দাবানল জ্বলতে দেখচ্ছি-
পুড়ে যাচ্ছে উর্বর মাটির বুক;
উপলদ্ধিকর শিহরণে বুঝেনি ঐ উষ্ণ মেঘ
অপরাধী গায়ে জমাট বেঁধেছে পুড়া ছাই !
সেটাও মুছেনি একবিন্দু ঈর্ষার সুখকর চাও।


নিরবতা সবুজের পাতাগুলো
আজও দিব্যি জেগে আছে আমাবস্যার রাত-
অপেক্ষা ফুরাবে এই বুঝি-
টিয়ার লাল করা ঠোটের সংকেত পেলেই
বিবর্তণ হবে মৃত্তিকার প্রেম সারথি ! তবুও দেখো-
ঈর্ষাকাতর মাঠে ফুটবে তুলশীপাতার ঊষর।
০৪-০৯-১৮
-----------