===============
এই ভিজা যাওয়া ফাল্গুন
আহা কি আমের মুকুল ঘ্রান ?
সতেজ করে গেলো প্রাণ;


বাতাসের শীতল গায়ে
এলোমেলো করে ভাবনা
সে ভাবনাতে উড়ে চুল-


তবু হারিয়ে গেলাম কথায় !
পিচ ঢালা মাঠ -ধূসর ফুল-
সেই ঘ্রাণ -সেই স্মরণ মধ্যদুপুর;
চমকিয়ে উঠে নাকের শাণ।
২৬-০২-১৮
=======