এক গতিহীন ভালবাসার পথ বয়ে যাচ্ছে-  
সূর্যাস্ত স্নানে আর একমুঠো রোদ্দুর স্পর্শে  
জেগে উঠে শিশির ভেজা ভোর! তারপর সমস্ত  
ফাল্গুনের রঙে রঙিন হয়- দুপুর শেষ না হতেই
ঝাঁঝাল বসন্তের হাওয়া আকাশ ঝলমল করে-
নানান ফুলের গন্ধ ছড়িয়ে অথচ বার বার প্রণয়
শিখা ঝলসে যায় কিন্তু বুঝতে পারে না সোনালি ক্ষণ-
অতঃপর এখনো জ্বলছে ফাল্গুনের আগুন।  


০১ ফাল্গুন ১৪২৬, ১৪ ফেব্রুয়ারি ২১
--------------------------------