=====================
গাছ কেঁটে বৃন্দাবনে- কি আর হবে ?
বুকের ভীতরে রক্তগড়া বিবেক যদি না থাকে;
ওমন অঙ্কুর পুষে কি আর করবে !
তোর মতোই উড়বি- চরবি সবি;
গাছ কাঁটে- গাছ কাঁটে পাতা ঝরে -
কোন হিংসার ঊষর ঘাটে
জানতে হচ্ছে হয় তাতে কি
আর লাভ- দুই দিনের সংসার পাতে ।


দেহ ধোনের তত্ত্ব বেজায় রাখলি ব্যস্ত
কি দেখিলাম নিজের গাছটা কাঁটিতেই ন্যস্ত-
বুঝলাম না সোনার পাখিটা উড়াল দিবি !
হাওয়াই বাতাসে কিংবা ঐ তারার পানে-
বলো না কি ভাবনাতে চেয়ে চেয়ে থাকবি
যদি পাস রে রক্ত মাংসের চিহ্ন দাগ-
আপন গড়ার মূল্য তবে বুঝবি।
১৭-০৯-১৮
-------------