=================
এই মৃত্যুর সন্ধি ক্ষণে দিবারাত্র
এতটুকু দাঁড়িয়ে থাকে না -রঙ
করা জীবন;
কি অদ্ভুত একদিন পড়াশুনা
শেষ, কর্ম ব্যস্ততা সময় ধূসর
উহ তারপর-
ঘটক বাড়ি, গায়ে হলুদ- বিয়ে
এক দুইটা সন্তান সন্ততি লান
পালন আহ;
চমৎকার ভাব সংসার- অনেক
কিছু বুঝার থাকে রবি শশী;
অতঃপর
বৃদ্ধ- মৃত্যু- ঐ শুন্যতায় মেঘ
এতো জীবন ভবে জল নদীর
গায়ে হলুদ।


০৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ২২ মে ১৯
--------------------------