=====================
ভাবনার ধূসর রঙে ক্ষীণ সময়ে রঙধনু
দৃশ্যের হলিখেলাতে কি যে ভিমরুল;
অনুভূতির পাঁপড়িতে বিষাক্ত মেঘেরোল
কবিতার বুকে আজ আর্তনাদের বিরল।


রক্তচক্ষু প্রেম! জেগে উঠুক শিকরের বন্ধনে
মৌল সুবাস আগমনে আর মেঘোমাল্লার উষ্ণ
হাওয়ায় মুষ্টিবদ্ধ হাতে- এমন কি আঙুল
তুলে আশ্বিনের ঝড় অথবা সুরের তালে তালে;


অপেক্ষায় রঙধনু আর ভিমরুল- চক্ষু অনল
ধূলিবালি মেঘ শুধু উড়তেই থাকবে- এগাঁয়ে ওগাঁয়ে
গন্ধ ফুলের মাথায় কিংবা বাঁশবাগনের বাঁশ ছুঁয়ে-
আয় রে ছুটে আয় রে কালো বা লাল ভিমরুল গাঁয়।
২২-০৯-১৮
------------