গাঁয়ের পারে ভুলে গেছে
সোনালি মাঠ- থৈ থৈ জল!
কাল মেঘের হাঁড়ি ভাঙ্গান গল্প;
মায়া মমতার নেই জানি অল্প।
গাঁয়ের পারে আজ রঙিন আকাশ
সাদা মেঘের দল, সাদা বগের উড়ন
মৃন্ময় সুবাস যুক্ত বাহারি বাগান


অথচ একটা দেহ মাটির গন্ধ-
নির্যাস শেষ শুধু পুড়া মুখের ছন্দ;
অচিনার ভঙ্গিদশার কি নর্দমার বাতাস
অতঃপর গাঁয়ের পারে পরিচয়
বেদনার বজ্রপাত জানি মর্মে উঠা কষ্ট
চলে আসি- চলে যাই চিনাজানা
কত ঝড় তুফান সেই গাঁয়ের পার।


০৯ ভাদ্র ১৪২৮, ২৪ আগস্ট ২১