==================
গাঁয়ের গন্ধে ঘুম আসে না সত্যই-
ঘুমের ঘোরে হারিয়ে যাই নিত্যই;
মন উড়ে গাঁয়ের ধূলে, আইল পাথারে-
ওরে আইল পাথারে দৌড়াই - দৌড়াই
কদম ফুলে মিষ্টি হেসে- বড়ই আমড়া খাই।
ভুলে গেছে দম্ভীপাড়ার সুখে- দম্ভীপাড়ার সুখে-
তবুও চল না একবার আসি ঘুরে- সে গাঁয়ের মাঠে;
চির সবুজ সোনালী শস্যফুল নদনদী খালবিল চোখে-
যা তোর কি আর ভাল লাগবে; চিনা জানা কথার ফাঁকে
সাজসন্ধ্যা খুঁজবে ! আমড়া, তেঁতুল,আমভর্তা খাবে
অফসোস তুই আর আসবি না -না -রে না ফিরে
আমাকেই শুধু আসতে হবে ধূলিমাখা গাঁয়ে।
০৩-০৪-১৮
========