ঐখানে হিংসার নদী
বালুচর জ্ঞানের ফন্দী-
কোন খানে যাব আমি
কুলকিনারায় শুধু ফানি।


হিংসা বলে এরকম হয়
জ্ঞান বলে ওরে- না -না
ভুলের শব্দ পলিই ধুলা-
ফসল যে আউলা ছাউলা।


নদীর চলন বহন দক্ষিণে
ভাঙ্গে ভাই উজানে-
এতো জ্ঞানের জলে কান্দি
হিংসার বাহু ফুরায় যদি।
২৫-০৯-১৭
=======