রাতের নীরবতা মানে জেগে থাকা
পাখিদের গান শুনে- শুনে হয়ে
যাই অম্লান-রঙিন তারা খোঁজা মানে
সোনালি খই ভাজার শব্দ আয়োজনে
আঁখির গোচরে স্নান; তবুও শ্রাবণের
জল শুকাতে চায় না চারিধারে নোনা
প্লাবনে ডুবা প্রাণ- অতঃপর শেষ হতেই
হলো না শেষ- পাখির সোনালি দিনের গান।


২৯ পৌষ ১৪২৬, ১৩ জানুয়ারি ২১
-------------------------------