=====================
ফড়িংরা যখন একই চোরাগলির পথে
সে উড়া রাস্তায় গেলে কেমন হয় !
একতারাটা আউলা মনে বাউলা হলে
অবুঝ পক্ষিরা দোষের গান গায়-
উত্তদক্ষিণে ঘোলা নদীতে বাগল হলে
তরী ভাঙ্গা ঢেউ যে অথৈ জল বয়;


চিত্ত মাটির বিত্ত বুকে রাঙা পায়ে মিছিল
হলে ঘাসদের ছোঁয়া ভালই লাগে;
ভালমন্দ দুশ্চর ছলে আর্তনাদ মন্দ গলে
একপশলা প্রণয় চিলে মেঘের কুলে-
নদীর জলে স্রোতেরা বলে ভাসবে না আর
ধূসর মাঠে ঘাস সন্ন্যাসীর রুলে-রুলে।
০১-০৭-১৮
------------