=======================
কৃ্ষ্ণকলি,কৃষ্ণচূড়ায় রোজ ফুটে তাতে কি
যমুনা মোর ঘরের তলে- বাঙ্গালি মোর সাথে
খুঁজি কি আর কৃষ্ণকলি, কৃষ্ণচূড়ায় দোল-
রাস্তার মোড়ে রাঙিয়েছে শত বাহারি ফুল !


সুবাস কি আর উড়ছে পূর্ণিমার বুকে অনীল-
তবুও কৃষ্ণকলি জোনাকিতে জ্বলে উঠে রঙিন
প্রজাপতি, ঘাসফড়িং বিরবির করে উত্তর দক্ষিণ-
অতঃপর কি আসে যায় কৃষ্ণকলির চক্ষুরোদন।
০৪-০৪-১৮
========