স্বাধীনতা আছে বলেই
খাদ্য দ্রব্যের যত সব বাহাদুরি!
স্বাধীনতা আছে বলেই-
কবিতার রূপ সাজসজ্জার খেলা
স্বাধীনতা আছে বলেই
সাজের বেলা রঙধনুকের মেলা
মেঘহীন বৃষ্টির আর্তনাদ;
স্বাধীনতা আছে বলেই-
ঘর উজ্জ্বল আলোর রূপালি বাতি
মুখোসের আরালে বিদ্বেষী!
স্বাধীনতা তোমাকে লাল স্যালুট জানাই
রক্তাক্ত বর্ণমালা অম্লান করে
স্বাধীনতা তুমি আছো-স্বাধীনতা আছো
মাটির প্রতিটি ঘাসফড়িংর খেলায়।


১০চৈত্র ১৪২৮, ২৪ মার্চ ২২