শূন্য পায়ে হেঁটে চলছে ধূলির রৌদ্রকায়া
কখনো বা সন্ধ্যামালতী চোখে তারা দেখা;
নয় তো নদীর ঢেউয়ে লুকোচুরি খেলা-
এজেনো জন্মের আগে প্রণয়ে রাঙা
রোজ বটতলাই বসত সখের মেলা-
অন্ধ রাতে ছুঁয়ে যেতো সাদা ধোঁয়ার গালা।


তবু নিরাশার ডাকে স্মৃতি বুকে কুয়াশা
কৃষ্ণচূড়া পাপড়িতে জানা অজানার
কত না লুকানো রক্ত ছায়ার বাসা-
সাগরের স্রোত মেলে দিতে পরে মায়া
দ্বার খোঁলা ঘরে পালঙ্কটা যে সাজা!
কোন সময়ে ঘাসফড়িং উড়ন্ত হয় বেলা-
শুধু নিষ্ফল অবশেষ দেখো বন্ধ জানালা ।
০৯-১০-১৭
=======