=======================
ঘোর কাটা দিন যেনো সমাপ্তী হতেই চাই না-
সূর্য ঘুরে চাঁদ রবে আর তারাদের অবিছিন্ন প্রেমময়!
তাও নকি আবার মেঘলা; তুফান জানি স্বর্গও সুখ-
ঠোঁটের আদরে বাঁচ্চার আর্তনাদ শুধু
একজনার কাছে ঘোরফিরনি প্রার্থনাত-
তাও নাকি ঘোর কেটে হয় প্রেত জ্বালা।


বরাবরি দুর্বাঘাসের ধূসর ঘ্রাণ পাচ্ছি-
বড় বিছিন্নতায় হতাশায়- ওরা আটপদঙ্কের ভেলা
ময়ুরপঙ্কী জলসাগারে ভাসাবে না;
তবুও ভাসতে চাই বালুচরে উড়া বালু
কিংবা ঝরে যাওয়া কাশফুলের পাঁপড়ি-
অতঃপর এযেনো এক ঘোর কাটে না।


২৬ ফাল্গুন ১৪২৫,১০ মার্চ’১৯
---------------------------