===========================
চৌকাঠ সীমান্তে বিতর্ক তোমার সত্যই আকাশে
মেঘ নাই- শুধু হাহাকার নিরবধি শুঁকনো জল;
তারপর অভিমানী তর্ক ঠোঁট- তুমি বুঝো সব -
ভাবতে পারো কতটা বানে স্বপ্ন ডুবেছে ছল।


তোমার যখন ঘনঘটা মেঘ জমবে- ছিদ্রমহ আকাশে
ঠিক তখন অবসানে নতুনত্ব ঘোরান্ধকারে বিতর্ক
খেলা করবে দীর্ঘশ্বাস কিংবা উলঙ্ক সাধুসঙ্গ;


পরিবেশের চারপাশ নর্দমার মতো ঘৃণা করবে
অথচ সমস্ত ধ্বংসের নি পাথ টুকু তোমার কারণ
উজ্জ্বলিত হবে -ঠিক বিতর্কের মাটির ধূসর গন্ধ
আপাত মস্ক জুড়ে কেহ ঘ্রাণ নিবে না নাক উল্লাসে।


২৯ ফাল্গুন ১৪২৫,১৩ মার্চ’১৯
----------------------------