দুদোল মন নেই -বাতাসের গায়ে গন্ধ নেই-
সবুজের ঘ্রাণে রঙ নেই -মৌচাকে মধু নেই
আকাশ পানে তিতের তারা করছে দলছুট
দলছুট- তবুও চাঁদ দেখি ভাঙ্গা জানালার
কোণ থেকে অথচ কোন উত্তাপ নেই-


এক লজ্জাবতির আঁধার সাজা, তাও নাকি
ভাষা নেই; ঝরা কৃষ্ণচূড়ার রাঙা পথে
শিমুলের আর্তনাদ, ঘৃণার ডালিতে প্রণয় নেই
তবে আছে কি অবজ্ঞা- তাও বলে, নেই!
আমার প্রতিহিংসা নেই- ঘৃণার ডালিটাও নেই-
কি আছে তাও নাকি নেই আমার ঘৃণার ডালি নেই।


২৬ পৌষ ১৪২৬, ১০ জানুয়ারি ২১