আমি তোর লাশ দেখি!
অথচ আমার লাশ আমি দেখতে পাই না?
নিয়তির কি অদ্ভুত পরশ
পাথর খেলা,জীবন দশায়, বুঝতেই পারি না
কাল গেলো- বছর গেলো
যুগ যুগান্তর এই না হলো পৃথিবীর হালচাল
বিশ্বাস কাটঘরে মাটির মায়া
এভাবেই সৃষ্টি রূপ লাবণ্যময় ঘুরে যাচ্ছে চাঁদ!
কি নিঠুর- দেখবো না লাশ;
অতঃপর সুনিশ্চিত ভাবে দাঁড়িয়ে আমার মৃত্যু।


১৫বৈশাখ ১৪২৯, ২৮এপ্রিল ২২