রূপালী গ্লাস চেয়ে থাকে
ঐ থৈ- থৈ জলের দিকে-
নদীর জল শুধু ঢেউ তুলে
উচ্ছলে উঠে- নতুন একটা
কিছু একটা সৃষ্টির চোখে-
রূপালী গ্লাস চেয়ে থাকে।


হঠাৎ দূর কিনেরায় ভেসে
ভেসে তুলে- কালো মেঘ!
পিছলে গেলো গ্লাসের রঙ-
মায়াবী জোছনার কি মায়া
বেড়ে যায় দৃষ্টি পলকে পলক
কি নেশায় স্পর্শ হাতে হাত! ​
তবু কাচের শব্দে ভেঙে গেলো
রূপালী গ্লাসের সমস্ত রঙ।


১৯ আশ্বিন ১৪২৮, ০৪ অক্টোবর ২১