কার গল্প কে শুনে
সূর্য হাসে ঠিকই চাঁদ ঝলসে উঠে
একাকি রাত; তারারা কথা বলে যায়
শুধু গল্পের জন্যে তবুও কি হয় শুনা
ছোট একটা গল্প?
ছুটে আসে ছুটে যায় হাজার গল্প
অথচ রাত পোহালেই ফসলগুলো
উজ্জ্বল কিন্তু নতুন গল্পের সৃষ্টি কে
ঝরাবে বৃষ্টি অতঃপর কার গল্প কে
শুনে অল্প অল্প মিষ্টি।


২৭ চৈত্র ১৪২৬, ১০ এপ্রিল ২১
----------------------------------