জীবনটার ইতিহাসে- রেখেই গেলাম গল্প!
শুনে থাক- ঘুমে থাক-ও হে প্রজন্ম;
জ্ঞান বিবেকের প্রশ্ন শুণ্যতাই দৈন্য-
দেখবি যখন আলোর প্রভাত ওরে প্রজন্ম;
ছুড়ে মারিস থালার মতো- এ নর্দমার গন্ধ
জীবনের ইতিহাস নয়-পুরটাই ভয়াবহ


একই শিকলেই বাঁধা -কেউ ভাবে ভিন্ন সব অন্ধ
বল না জ্ঞান থাকল কথায় বিবেক মরুভূমি
তবুও ঘুমিয়ে মাটির বিছানায়- ডাকলেও জাগবে না
শুনে থাক ও হে প্রজন্ম ইতিহাস মানে এক গল্প!
নয় ছয় হলেই ভীষণ ভাবের সরে ভণ্ড-চক চক নয়
জুত মেরে করে দেয় দণ্ড- এক জীবনের গল্প।


২৩ অগ্রহায়ন ১৪২৬, ০৮ ডিসেম্বর ২০
-----------------------------------