পূর্বপুরুষের দুর্বঘাসের রঙ বিবর্ণ-
আজকের পুরুষেরা চিনতে পারে না
আইলপাথার ঘিরে সোনালি ফসল দেখে না-
তাতে পূর্বপুরুষের কি আসে যায়;


একদিন আমি, তুমি সেই পথ ধরবো-
ইতিহাসের খেলা বিবর্তন হয় কালপুরুষের
আঘাতে কিংবা ষড়যন্ত্রের কারণে কিছু বুঝে না
তারপরও পুরুষদের যুগ যুগান্তর ধরে থাকে গল্প


কে শুনে কে বা কর্মফলন তারা গুণে- তবুও চাঁদের
সাথে তারা গুণে- গুণে ক্লান্তিবোধ করি না-
কারণ আমি, তুমি এই সবে আকাশ ভুমি তরুলতা
এক একটি পূর্বপুরুষের বিবর্ণ গল্প মালা।


২৮ পৌষ ১৪২৬, ১২ জানুয়ারি ২১
--------------------------------