==============
পুরাতন ইতিহাস দেখে
আকাশ আর কাঁদে না,
দুর্বাঘাসের স্পর্শে ছুঁয়া-
জোনাকি আর জ্বলে না;
ঘোরাধারে চাঁদ হাসে না।


তবুও ভাবনার কিছু বালুচর
জাগার মতো দেয় হাতছানি!
অথচ আনন্দ বেদনা আগের
মতো বে-হিসাবী খেলে না;


অতঃপর সময় শুধু একগলা
বৃদ্ধের চিত্রকর- তাই না-ফিরে
আসা যাওয়া সবই গন্ধ ফল।


২৮ জ্যৈষ্ঠ ১৪২৬, ১১ জুন ১৯
----------------------------